প্যারিসে ৬০ লাখ ইউরোয় বিক্রি হল পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এক নিলামে ৬০ লাখ ইউরোতে বিক্রি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৬ কোটি টাকার সমান। ২২ মিটার (৭০ ফুট) লম্বা এই প্রাচীন কঙ্কালটি প্রায় দেড়শ মিলিয়ন বছরের পুরোনো, এবং এর মধ্যে রয়েছে ৭৫ থেকে ৮০ ভাগ আসল ডাইনোসরের হাড়। এটি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করা হয়েছিল এবং বর্তমানে এটি একটি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে। এই কঙ্কালটি পৃথিবীর সবচেয়ে বড় বিক্রি হওয়া ডাইনোসরের কঙ্কাল হিসেবে চিহ্নিত হয়েছে। জীবিত অবস্থায় এই প্রাগৈতিহাসিক প্রাণীটির ওজন ছিল প্রায় ২০ টন। তবে, এখনও জানা যায়নি কঙ্কালটি কোন ক্রেতার কাছে বিক্রি হয়েছে।
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৪ এ ৯:৫৩ PM