‘জাতীয় ঐকমত্য ছাড়া সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না’: মাহমুদুর রহমান মান্না
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার গত তিন মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা বা কোনো কার্যকরী সংস্কার করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের গঠিত সংস্কার কমিটি কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি এবং জাতীয় ঐকমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। মান্না আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশন সংস্কার করা অপরিহার্য। এছাড়া, আন্দোলনের প্রথম ধাপ সফল হলেও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় আসবে না। গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক এবং মানবাধিকার নেতারা।
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ এ ৮:৩৬ PM