কলম্বাস কি ছিলেন ইহুদি? ডিএনএ বিশ্লেষণে চমকপ্রদ তথ্য!
পঞ্চদশ শতকের বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের পরিচয় নিয়ে শতাব্দীপ্রাচীন বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন স্পেনের বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, কলম্বাস পশ্চিম ইউরোপের সেফার্ডিক ইহুদি ছিলেন। স্পেনের সেভিল ক্যাথেড্রালে সংরক্ষিত তার দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, তার জিনগত বৈশিষ্ট্য ইহুদি বংশোদ্ভূতদের সঙ্গে মিলে যায়। গবেষণার নেতৃত্ব দেওয়া মিগুয়েল লোরেন্তে জানিয়েছেন, তার ‘ওয়াই ক্রোমোজোম’ ও ‘মাইটোকন্ড্রিয়াল ডিএনএ’ ইহুদি বংশধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই গবেষণার ফলাফল শনিবার স্পেনের টিভিই চ্যানেলের এক তথ্যচিত্রে প্রকাশিত হয়। কলম্বাসের জন্মস্থান ও জাতীয়তা নিয়ে বিতর্কের সমাধান কি তবে এবার মিলবে?
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৪ এ ৭:১৪ PM