ট্যাক্স কমিয়েও কমছে না নিত্যপণ্যের দাম, হতাশ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নানা পদক্ষেপ গ্রহণের পরও নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল হচ্ছে না। পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাজারে এত বিশৃঙ্খলা যে ট্যাক্স সুবিধা দিয়েও মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যা জনগণকে হতাশ করছে।" ড. সালেহউদ্দিন আরও উল্লেখ করেন, বাজারে দাম কমানোর দায়িত্ব শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের নয়; নানা ফ্যাক্টর এতে যুক্ত। এছাড়া, সঞ্চয়পত্র এবং বন্ডের ওপর ট্যাক্স সুবিধা বৃদ্ধিতে সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগকে জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করছে। ভারতের ইলিশ রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, "সামান্য পরিমাণ রপ্তানির জন্য আমাদের প্রচুর গালি খেতে হচ্ছে, অথচ দেশে ইলিশ উৎপাদন অনেক বেশি।" অনুষ্ঠানে পিকেএসএফের কর্মকর্তারা ছাড়াও দেশের আর্থিক উন্নয়ন নিয়ে বিভিন্ন অভিমত দেন বিশেষজ্ঞরা।
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ এ ৭:৩২ PM