হেফাজতের প্রতিবাদ, মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ বাতিলের দাবি
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়োগ দেওয়ার পর তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে অবিলম্বে ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। হেফাজত নেতারা এক বিবৃতিতে বলেন, "ফারুকী শাহবাগী নাস্তিক্যবাদীদের দোসর এবং আল্লামা শাহ আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে অপমান করেছেন, যা ক্ষমা করা যায় না।" এছাড়া, তারা আরো দাবি করেন, ফারুকী সরকারের প্রশংসা করে একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা তাদের মতে, দেশের গণঅভ্যুত্থান এবং ছাত্র-জনতার সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নেওয়া। হেফাজত নেতারা এটিও উল্লেখ করেন যে, ফারুকী সহ কিছু উপদেষ্টা গত ফ্যাসিবাদী সরকারের দোসর ছিলেন এবং তাদের পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে। হেফাজতের নেতারা বলেন, "আমরা দেশের জাতীয় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন কখনোই মেনে নেবো না।" এই প্রতিবাদ এবং হেফাজতের ক্ষোভ দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। নেতারা প্রশ্ন তুলেছেন, "দেশে কি যোগ্যতাসম্পন্ন লোকের অভাব পড়েছে?" এবং ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কারণ দেশবাসী জানতে চায়।
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ এ ১০:২৫ PM