মাহফুজ আলমের স্ট্যাটাসে নতুন বিতর্ক: শেখ মুজিবের ছবি সরানোর প্রসঙ্গে তীব্র মন্তব্য
আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি তার ভেরিফায়েড প্রোফাইলে লিখেছেন, "যতদিন জুলাইয়ের চেতনা উজ্জীবিত থাকবে ততদিন শেখ মুজিবকে আর কোথাও দেখা যাবে না।" মাহফুজের এই মন্তব্যের পর পোস্টটিতে মাত্র এক ঘণ্টায় ১১ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে এবং প্রায় ১১শ মানুষ শেয়ার করেছেন। পোস্টে মাহফুজ আলম আরো বলেন, "দরবার হল থেকে একাত্তর-পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। এর জন্য আমরা ক্ষমাপ্রার্থী।" তিনি যোগ করেন, "৭২-এর অগণতান্ত্রিক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, বিরোধীদের বিচারবহিভূত হত্যা—এগুলো সম্পর্কে আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে।" মাহফুজ আলমের এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে। রবিবার সন্ধ্যায় মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তাকে এখনও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ এ ১০:১৭ PM