ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা! সারজিস আলমের অভিযোগে শোরগোল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অভিযোগ করেছেন, খুনি হাসিনার তেলবাজরাও এখন উপদেষ্টা হচ্ছেন। তিনি রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে এই মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। সারজিস আলম লিখেছেন, "একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোন উপদেষ্টা নেই! এমনকি খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছেন!" তার এই মন্তব্যের পর আলোচনার ঝড় ওঠে। এর আগে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের তিন নতুন উপদেষ্টা শপথ নেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে। এতে পুরানোদের দায়িত্বে কিছু রদবদলও করা হয়, এবং নতুন তিনজনকে দেওয়া হয় নতুন দায়িত্ব। নতুনদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, সেখ বশির উদ্দিনকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মাহফুজ আলমের বিষয়ে এখনও কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ঘোষণা হয়নি।

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ এ ১:১৭ PM

আজকের সর্বশেষ