জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি ছাত্রশিবিরের শাহবাগ সমাবেশে
রাজধানীর শাহবাগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম জুলাই গণহত্যার দ্রুত বিচার কার্যকরের দাবি জানিয়েছেন। আন্দোলনের তিন মাস পরও হত্যার নায়কদের বিচারের দাবি অব্যাহত রেখে, সমাবেশে রংপুর ও ঢাকার শহীদদের স্মরণে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানান তিনি। সমাবেশের শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে গুলিস্তান পর্যন্ত হয়।
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪ এ ১০:৫৬ AM