রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র বরিশালে রাখার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
২০২৪-২৫ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বরিশাল আঞ্চলিক কেন্দ্রে আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বলা হয়, বিভিন্ন বিভাগীয় শহরে কেন্দ্র রাখলেও বরিশাল বিভাগ অন্তর্ভুক্ত করা হয়নি, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বরিশাল থেকে শিক্ষার্থীদের প্রায় ৩৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়, এতে সময়, অর্থ ও ঝামেলার সম্মুখীন হতে হয় তাদের। বরিশাল বিভাগের শিক্ষার্থীদের জন্য কেন্দ্রে বরিশাল অন্তর্ভুক্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এই অঞ্চলের শিক্ষার হার উচ্চ এবং পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। দ্রুত বরিশালে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের আহ্বান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, মো. ছাব্বির আহাম্মেদ মাহির, শ্রাবণী সিকদার, মুনতাহির তুবা, শফিকুল ইসলাম ও জান্নাত আরা স্নেহাসহ কয়েকশ ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ এ ৮:২১ PM