ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল

সম্প্রতি ভারতের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমতি পেয়েছে নেপাল, যা দুই দেশের মধ্যে নতুন এক শক্তি সহযোগিতা উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছে। ভারতের ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নেপালের জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী দীপক খাড়কা। গত মাসে ভারতের বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খাট্টার ও পানিসম্পদমন্ত্রী সি আর পাতিলের সাথে সাক্ষাৎ করেন দীপক খাড়কা, যেখানে তিন পক্ষের চুক্তির মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খাড়কা জানিয়েছেন, আগামী ১৫ জুলাই থেকে ১৫ নভেম্বরের মধ্যে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর পরিকল্পনা চলছে। বিদেশি আইন উপদেষ্টার সাথে অশোভন আচরণ প্রসঙ্গে প্রশ্ন উঠলে নেপালের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে দিল্লি ইতিবাচকভাবে সাড়া দিয়েছে এবং শিগগিরই সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেওয়া হবে। ২০১৮ সালে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশে নেপালের প্রথম বিদ্যুৎ রপ্তানির এ উদ্যোগটি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ এ ৬:২৩ PM

আজকের সর্বশেষ