ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুর ছোবলে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৬ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতির পথে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু এবং নতুন করে ৪৬৬ জন রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে। মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং বাকি দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। চলতি বছর ডেঙ্গুর কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে, আর মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬৯,৯২২ জনে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নাগরিকদের সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ এ ৯:৪৪ PM

আজকের সর্বশেষ