ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় মৃত্যু ৫ জনের, মোট মৃত ৩৪২

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪২ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন, ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৯২২ জনে। শুক্রবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুইজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় নতুন করে আক্রান্ত ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভাগগুলোতেও নতুন আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ৪৩ জন এবং অন্যান্য বিভাগেও কিছু সংখ্যক রোগী রয়েছেন। ২০২৩ সালের জুন মাস থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এবং মৃত্যুর ক্ষেত্রে ৫১ দশমিক ২০ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৮০ শতাংশ পুরুষ। গত বছরের মতোই এবারও বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে শুরু করেছে। ২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়, এবং আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজারেরও বেশি। ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, এ বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ এ ৭:২৭ PM

আজকের সর্বশেষ