ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ঢাকায় ১৩ স্থানে সরাসরি উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে ডিম সরবরাহ করবে ভোক্তা অধিদফতর

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩টি স্থানে আগামী তিন দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে সরাসরি ডিম সরবরাহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে এই ডিম সরবরাহ হবে, যা আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে। এ বিষয়ে বিস্তারিত জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, যিনি বুধবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন। তিনি জানান, এই উদ্যোগের লক্ষ্য হলো ডিমের মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখা। এসময় অধিদফতরের বিভিন্ন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। মহাপরিচালক আলীম আখতার বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) এবং উত্তরা-১০ (খামারপাড়া রোড) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনিরআখড়া ও চিটাগাংরোড সহ মোট ১৩টি স্থানে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহ করা হবে। এই কার্যক্রমের জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। এ ছাড়া, ডিম সংরক্ষণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে, যা শিগগিরই গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। চিকিৎসকদের দাবি, বর্তমানে দেশের দৈনিক ডিমের চাহিদা প্রায় ৪.৫ কোটি, যা সাধারণত অভ্যন্তরীণভাবে মেটানো সম্ভব হলেও, প্রতিকূল আবহাওয়ার কারণে কখনও কখনও আমদানির প্রয়োজন পড়ে।

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ এ ১১:২৬ PM

আজকের সর্বশেষ