ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

কুয়াকাটায় ১৪ কেজি ওজনের সামুদ্রিক পোয়া মাছ জালে, বিক্রি ১০ হাজার ৫০০ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটায় ১৪ কেজি ওজনের একটি দুর্লভ সামুদ্রিক পোয়া মাছ ধরা পড়েছে। মো. ইলিয়াস মাঝি নামের এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার রাতে তার জালে আটকা পড়ে এই মাছটি। মাছটির বিক্রি হয়েছে ১০ হাজার ৫০০ টাকায়। জানা গেছে, ইলিয়াস মাঝি কুয়াকাটার গঙ্গামতি এলাকার বাসিন্দা এবং সাধারণত ইঞ্জিনচালিত ছোট নৌকা দিয়ে সাগরে মাছ ধরেন। তার কোড়াল জালে ধরা পড়া এই বিশাল পোয়া মাছটি কুয়াকাটা মেয়র বাজারে মেসার্স সাথী মৎস্য আড়তে নিলামে তোলা হয়। আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী ৭৫০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেন। এ বিষয়ে ইলিয়াস মাঝি জানান, মাছ ধরা নিষেধাজ্ঞার ২২ দিন পর তিনি সাগরে গিয়ে এই মাছটি সহ বেশ কিছু লাক্কা মাছ শিকার করেন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি লম্বু পোয়া মাছ, যা প্রজনন বৃদ্ধি এবং সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের নিয়মিত কার্যক্রমের ফলস্বরূপ পাওয়া যাচ্ছে।" এ ধরনের মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ পেয়ে মৎস্যজীবীরা লাভবান হচ্ছেন বলে জানান মৎস্য কর্মকর্তা।

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ এ ৮:৪৬ PM

আজকের সর্বশেষ