ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

"ক্ষমতায় যেতে উসখুস করছে রাজনীতিবিদরা, আমরাও নিজের পেশায় ফিরতে চাই" - জ্বালানি উপদেষ্টা ড. ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছে, আর আমরা নিজের পেশায় ফিরে যেতে চাই। তিনি জানান, বর্তমান সরকারের হাতে সময় কম, তাই জনগণের চাহিদা পূরণের জন্য তাড়াহুড়ো করে কাজ করছেন তারা। রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত "সংস্কার ও টেকসই উন্নয়নের সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ" শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে ইকোনমিক রিসার্চ প্লাটফর্মের ডিরেক্টর ড. একেএম আতিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি বিদ্যুৎ খাতে উন্নয়নের কথা উল্লেখ করেন, তবে কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলেন। তিনি জানান, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও তা মানসম্মত নয়, যার ফলে অনেক এলাকায় লোডশেডিং অব্যাহত রয়েছে। ড. ফাওজুল কবির বলেন, জনগণের আশা অনেক, তবে বর্তমান পরিস্থিতিতে সব কিছু পরিবর্তন করা সহজ নয়। তিনি আরও বলেন, সরকার জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন, জনগণের চাহিদা বিবেচনায় প্রকল্প গ্রহণ করা হচ্ছে এবং দুর্নীতির হার কমানোর চেষ্টা চলছে। সরকারি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করা হবে বলে তিনি জানান। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী, বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাব এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরমিন্দ নিলোমী।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ এ ৬:১০ PM

আজকের সর্বশেষ