ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

সাত কলেজের শিক্ষার্থীদের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে আন্দোলন, প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থী ব্রিফিংয়ে কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীরা দৃঢ় অবস্থানে রয়েছে। তাদের দাবি, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। জাকারিয়া বারি বলেন, মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এবং প্রেস সচিবের বক্তব্য শিক্ষার্থীরা গ্রহণ করেনি। তিনি আরও বলেন, দাবি পূরণের লক্ষ্যে শীঘ্রই সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাবি অধিভুক্তির পর শিক্ষার মানে তেমন উন্নতি হয়নি, বরং শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন। আগামী রোববার ও সোমবার সাত কলেজের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং সাত কলেজের প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দাবির সমর্থনে শিক্ষার্থীরা এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন এবং ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৭ সালে ঢাকার সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। শিক্ষার্থীরা মনে করেন, এই সাতটি কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এবং তারা অনেক দিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ এ ৫:৫৮ PM

আজকের সর্বশেষ