ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ফেঞ্চুগঞ্জে টিসিবির পণ্য মজুদ: দুই ব্যবসায়ী গ্রেপ্তার!

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিসিবির পণ্য বিতরণে অনিয়ম ও পণ্য বিক্রি না করে মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ আব্দুল হাই ফাহিম ও ফরহাদ হোসেন। এ সময় ৩২৮ লিটার তেল জব্দ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ তাদের প্রথমে আটক করে এবং পরে গ্রেফতার করে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায়, কটালপুর বাজারের নান্টু পাল নামে এক ব্যবসায়ী টিসিবির পণ্য খুচরা দামে বিক্রি করছেন। প্রশাসন খোঁজ নিয়ে জানতে পারে যে, নান্টু পাল ফেঞ্চুগঞ্জ বাজারের সততা ট্রেডার্স থেকে টিসিবির তেল পাইকারি দামে কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করছেন। নান্টু পাল দাবি করেন, তিনি পাইকারি দামে টিসিবির পণ্য কিনেছেন এবং তার কাছে কেনার মেমো ছিল। তবে প্রশাসন এ ব্যাপারে তদন্ত করে জানতে পারে যে, টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ও মজুদ রাখার কারণে ডিলারসহ গ্রেফতারকৃত দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, আটক দুই ব্যবসায়ীকে আদালতে পাঠানো হবে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৪ এ ১:০৩ PM

আজকের সর্বশেষ