জাবি ক্যাম্পাসে সুস্থ রাজনীতি ও অংশগ্রহণমূলক পরিবেশের দাবি নিয়ে ছাত্রশিবিরের পুনরায় উত্থান"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সকল দলের অংশগ্রহণে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের সভাপতি হারুনুর রশিদ রাফি ও সেক্রেটারি মহিবুর রহমান মুহিব। প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, ছাত্রশিবির জাবি ক্যাম্পাসে গণতান্ত্রিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ছাত্ররাজনীতির সংস্কার প্রয়োজন। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, মাদকের বিস্তার এবং চাঁদাবাজি প্রতিরোধে ছাত্রশিবির সক্রিয় ভূমিকা রাখবে। সংগঠনটি নারীদের জন্য নিরাপদ পরিবেশ এবং শিক্ষাবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, ১৯৮৯ সালের ১৫ আগস্টের সিন্ডিকেট সভায় শিবির নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত হয়নি, বরং প্রশাসন দীর্ঘদিন ধরে এ বিষয়ে ভ্রান্ত প্রচারণা চালিয়ে এসেছে। তারা দাবি করেন, এসব প্রচারণা আসলে ফ্যাসিবাদী রাজনীতির সহায়ক। জাবি শাখা সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, "সুস্থ ধারার রাজনৈতিক চর্চা ফিরিয়ে আনতে ছাত্রসংসদকেন্দ্রিক রাজনীতি আবারও চালু করা প্রয়োজন। আওয়ামী দুঃশাসনে গত ১৫ বছরে রাজনীতির প্রকৃত সংজ্ঞা পাল্টে গেছে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যৌক্তিক সংস্কারে সবাইকে এগিয়ে আসতে হবে।"
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ এ ১২:৫২ PM