সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ উত্তরা থেকে গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনকালে ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি হাফিজুর রহমান আরও জানান, বুধবার আদালতে হাজির করে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের প্রতিনিধিত্ব করছিলেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মধ্যে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অন্যতম।
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ এ ৮:২০ AM