মোহাম্মদপুরে যৌথ অভিযানে কিশোর গ্যাং-চাঁদাবাজদের ধ্বংস, গ্রেফতার ২২
রাজধানীর মোহাম্মদপুরে যৌথ অভিযানে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। সোমবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রোববার সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং পুলিশের যৌথ অভিযানে এই গ্রেফতার অভিযান চালানো হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রুহুল কবির খান বলেন, "মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কালচার প্রায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু রাজনৈতিক মদদ থাকলে তাদের পুনরুত্থান হতে পারে, যার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" তিনি আরও বলেন, "জেনেভা ক্যাম্পে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো মাদক ব্যবসার আধিপত্য বিস্তার কেন্দ্র করে হয়েছে। ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, এবং লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারেও অভিযান চলছে।" সোমবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও এডিসি মোহাম্মদ জিয়াউল হক এবং মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার। আইএসপিআর জানায়, যৌথ অভিযানে মাদকচক্রের শীর্ষ কারবারি, ১০ ছিনতাইকারী এবং ৭ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আদম ব্যাপারী সেলিম, দুর্ধর্ষ রুহুল গ্যাংয়ের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম এবং সাগর। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪ এ ৮:৫০ AM