গভীর রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযান: মাদক সাম্রাজ্যের পতনের লক্ষ্যে অভিযান জোরদার
রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত জেনেভা ক্যাম্পে সোমবার (২৮ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রাত ১১টা থেকে শুরু হওয়া এই অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবারের অভিযানে অন্তত সাত জনকে আটকের খবর পাওয়া গেলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তাদের পরিচয় প্রকাশ করেনি। সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্প মাদক সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে আলোচনায় আসে। সেখানে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে কয়েকবার অভিযান চালিয়েও শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার পর, সোমবার রাতে যৌথ বাহিনী ক্যাম্পে পুনরায় অভিযান শুরু করে। সেনাবাহিনীর এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে জেনেভা ক্যাম্প থেকে শীর্ষ মাদক ব্যবসায়ীদের আটক করা এবং মোহাম্মদপুর এলাকা থেকে অপরাধ নির্মূল করা। এ ছাড়া, মোহাম্মদপুর থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টাও চলছে। অভিযানের মাধ্যমে ক্যাম্প ও আশপাশের এলাকার মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে যৌথ বাহিনী। এলাকাবাসীর মতে, এই ধরনের অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৪ এ ৮:২৩ AM