ঢাকা-নারায়ণগঞ্জে বাসভাড়া কমানোর দাবিতে ৯ দফা কর্মসূচি ঘোষণা!
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী এসি ও নন-এসি বাসের ভাড়া কমানোর দাবিতে হরতালসহ নয় দফা কর্মসূচি ঘোষণা করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি। সংবাদ সম্মেলনে বক্তারা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা এবং এসি বাসের ভাড়া সর্বোচ্চ ৬৫ টাকা করার দাবি জানান। বর্তমানে, এ রুটে চলাচলকারী এসি বাসের ভাড়া ৮০ টাকা এবং নন-এসি বাসের ভাড়া ৫৫ টাকা। এছাড়া, শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করারও দাবি জানানো হয়। যাত্রী অধিকার ফোরাম ২৯ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। দাবি মানা না হলে ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নুরুদ্দিন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা ও বাসদের সদস্যসচিব আবু নাঈম খান।
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ এ ৯:৫২ AM