ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ১ কোটি ১৩ লাখ টাকার জরিমানা: ডিএমপির কঠোর অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ১ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় মোট ২ হাজার ৯৫৭টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি মুহাম্মদ তালেবুর রহমান) জানান, ২৪ ও ২৫ অক্টোবর পরিচালিত এই অভিযানে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বিভিন্ন বেআইনি যানবাহন চালানো, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও লাইসেন্সবিহীন যানবাহন ধরপাকড়ের জন্য মামলা করেছে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরের ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে। ডিএমপির পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও অনেক চালক যানবাহনের কাগজপত্র ও ট্রাফিক আইন মানতে ব্যর্থ হচ্ছেন। তাই নগরীতে শৃঙ্খলা আনতে জরিমানা এবং মামলা কার্যক্রম জোরদার করা হয়েছে। ট্রাফিক বিভাগের এই কঠোর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধির আশা করা হচ্ছে। অপরদিকে, নিয়মিত এই অভিযান যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ এ ৯:০৩ AM

আজকের সর্বশেষ