গাজীপুরে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮: চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের আতঙ্কের অবসান
গাজীপুর মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে পনেরোটি ধারালো অস্ত্রসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, গার্মেন্ট কারখানায় ভাঙচুর, মাদক কারবার এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন—শাহরিয়ার হোসেন মৃদুল, বাবুল মিয়া, রায়হান, আবুল কালাম, নাজমুল হোসেন, কিবরিয়া, শরিফুল ও মোমিনুল। অভিযানকালে তাদের কাছ থেকে ৬টি রাম দা, ৫টি চাপাতি, ২টি চাকু, ২টি ছুরা এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা সবাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির সমর্থক বলে জানা গেছে। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে এই দলটি বিএনপির নেতাকর্মী পরিচয়ে এলাকায় চাঁদাবাজি, গার্মেন্ট কারখানায় ভাঙচুর এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়া তারা কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। ডিশ, ইন্টারনেট এবং ময়লার ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বিবদমান গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি সম্প্রতি ২৮ নম্বর ওয়ার্ডে বিরোধের জেরে ঘটে এক হত্যাকাণ্ড, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। অবশেষে শুক্রবার রাতে যৌথবাহিনীর তৎপরতায় সাহাপাড়ায় সফল অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা সম্ভব হয়। গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, "অভিযানে দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।"
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ এ ৮:৫১ AM