ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী বাদ: রাজশাহীতে বিক্ষোভে ফুঁসছে জনতা

পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে শনিবার রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে দাবি জানানো হয়, সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে ভাসানী অনুসারী পরিষদের জেলা ও মহানগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ভাসানী ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক ড. জিএম শফিউর রহমান বলেন, "আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের ওপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি যার উপরে আর কেউ নেই। অথচ মওলানা ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। তার জীবনী পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়ে সরকার ইতিহাস বিকৃত করেছে এবং শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস থেকে দূরে রেখেছে।" ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা দেন ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর সহসভাপতি নূর হোসেন চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক ফারুক আহমেদ। বক্তারা জানান, ইতিহাসের গৌরবময় অধ্যায় থেকে মওলানা ভাসানীকে বাদ দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে, যা অবিলম্বে সংশোধন করতে হবে। বক্তারা আরও বলেন, "ভাসানীর আদর্শ ও অবদান দেশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনে অনস্বীকার্য। তার জীবনী পুনরায় অন্তর্ভুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।"

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ এ ৮:৪৭ AM

আজকের সর্বশেষ