আজ থেকে সিলেটের রাস্তায় কঠোর অভিযান: হকারমুক্ত নগরীর প্রতিশ্রুতি
আজ থেকে সিলেট নগরীর ফুটপাত ও সড়ক সম্পূর্ণ হকারমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নগরজুড়ে চলমান যানজট নিরসনে সিটি করপোরেশন, পুলিশ, এবং সেনাবাহিনী একত্রে এই উদ্যোগ বাস্তবায়ন করছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে সড়কে চলে এসেছিল, যা নগরীর চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল। আজ (রোববার) থেকে একটি হকারকেও আর রাস্তার পাশে বসতে দেওয়া হবে না। এই অভিযান কার্যকর করতে পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নুর (অতিরিক্ত দায়িত্ব) বলেন, হকারদের তাদের নির্ধারিত জায়গায় ফেরাতেই এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, সিলেটের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী গোপনে দেশত্যাগের পর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণের ঘটনা ঘটে। ফলে সিলেট নগরী কার্যত অভিভাবকহীন হয়ে পড়ে, আর সেই সুযোগে ভাসমান ব্যবসায়ীরা পুনরায় ফুটপাত ও সড়ক দখল করতে শুরু করে। এতে পুরো নগরীতে যানজট ভয়াবহ আকার ধারণ করে। আজকের অভিযানের মাধ্যমে প্রশাসন নিশ্চিত করতে চায়, নগরীর সড়ক ও ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য পুনরুদ্ধার হবে এবং যানজট কমবে।
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ এ ৮:৪২ AM