রাজধানীর খিলক্ষেতে ২২ বোতল বিদেশি মদসহ ধরা চার মাদক কারবারি!
ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ ২২ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম হলো মোঃ সুজন মিয়া (১৯), সানোয়ার হোসেন (২৬), সামুয়েল রোংমা (২৪) ও মোঃ রায়হান মিয়া (২০)। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, রাজউক ট্রেড সেন্টারের সামনে কিছু ব্যক্তি বিদেশি মদ বিক্রির চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং ২২ বোতল বিদেশি মদসহ চারজনকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এক পলাতক সহযোগীর মাধ্যমে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিদেশি মদ সরবরাহ করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ এ ৪:০৫ PM