৭ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, সতর্ক সংকেত জারি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ এ ৮:১৪ PM