শৃঙ্খলাভঙ্গের জন্য ৫৯ জন ক্যাডেট এসআইকে শোকজ নোটিশ, রাজশাহীর পুলিশ একাডেমিতে উত্তেজনা
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ৫৯ জন ক্যাডেট এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত সোমবার এবং বৃহস্পতিবার দুই দফায় তাদের এই নোটিশ দেওয়া হয়। এই ক্যাডেটরা সবাই ৪০তম ক্যাডেট ব্যাচ-২০২৩-এর অংশ এবং বর্তমানে মৌলিক প্রশিক্ষণে রয়েছেন। এর আগেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যাচের ৭০৪ জনের মধ্যে ২৫২ জনকে শোকজ করা হয়েছিল। যথাযথ জবাব না দেওয়ার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এবার প্রশিক্ষণ চলাকালে সিটে শৃঙ্খলা না মেনে এলোমেলোভাবে বসার কারণে নতুন করে ৫৯ জন ক্যাডেটকে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে কৈফিয়ত দেওয়ার নির্দেশ একাডেমি সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর প্রথম দফায় ১০ জন এবং ২৪ অক্টোবর তৃতীয় দফায় আরও ৪৯ জনকে শোকজ করা হয়। নোটিশ অনুযায়ী, তাদের তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এই নোটিশে স্বাক্ষর করেন পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) মো. তারেক বিন রশিদ। ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২১ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেমনি মেমোরিয়াল হলে প্রশিক্ষণ চলাকালে এসআইরা শৃঙ্খলা ভঙ্গ করেন। পরিদর্শক পদমর্যাদার চারজন প্রশিক্ষক দেখেন, ক্যাডেটরা এলোমেলোভাবে বসে হইচই করছিলেন এবং নির্দেশ মানেননি। এমনকি একজন প্রশিক্ষক বারবার শৃঙ্খলাবদ্ধভাবে বসতে বলার পরও তারা কর্ণপাত করেননি। ক্লাস চলাকালীন তাদের মনোযোগ ছিল না এবং তারা পাশাপাশি বসে কথা বলছিলেন। এ বিষয়ে এক প্রশিক্ষক একাডেমির অধ্যক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানান। পরবর্তী ব্যবস্থা শোকজ নোটিশে বলা হয়েছে, কেন তাদের চলমান মৌলিক প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তার কৈফিয়ত তিন দিনের মধ্যে জমা দিতে হবে।
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ এ ৮:০৫ PM