মির্জাগঞ্জে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা জুয়েল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাঙচুরের মামলায় মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম জুয়েলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত ৮ এপ্রিল বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিতে আলতাফ হোসেনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সুবিদখালী বন্দরে আসার সময় হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ কর্মীদের রড, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের ফলে গাড়ি ভাঙচুর ও বিএনপি নেতাকর্মীদের গুরুতর আহত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন দ্রুত বিচার আইনে মামলা করেন। আওয়ামী লীগ নেতা জুয়েলকে আগের জামিন বাতিল করে আদালত বৃহস্পতিবার কারাগারে পাঠায়।
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৪ এ ৪:২০ PM