ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান কারাগারে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলায় রিমান্ড শেষে হাজত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় গত ২ অক্টোবর ঢাকার আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রিমান্ড শেষে সালমান এফ রহমানকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলার সূত্রপাত ঘটে ৪ আগস্ট, যখন দোহার থানাধীন করম আলী মোড়ে ছাত্র আন্দোলনের সময় হামলার শিকার হন শাহজাহান মাঝিসহ কয়েকজন। আহত শাহজাহান মাঝি পরবর্তীতে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহ পর ১৩ আগস্ট, সালমান এফ রহমান নৌপথে পালানোর চেষ্টা করলে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন।

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ এ ২:২১ PM

আজকের সর্বশেষ