নতুন আইন আসছে! ভেপ ও খোলা সিগারেট বিক্রি নিষিদ্ধ হতে যাচ্ছে
দেশের যুবসমাজকে নিরাপদ রাখার উদ্দেশ্যে নতুন একটি অধ্যাদেশ আসছে, যা ভেপ ও খোলা সিগারেট বিক্রি নিষিদ্ধ করবে। 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৪' নামে পরিচিত এই অধ্যাদেশের খসড়ায় ই-সিগারেট ও খোলা সিগারেটের বিক্রেতা ও ব্যবহারকারীদের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। এ আইন কার্যকর হলে লাইসেন্স ছাড়া সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি করলে সর্বোচ্চ ৫০০০ টাকা জরিমানা হতে পারে। যদি কোনো দোকানদার লাইসেন্স ছাড়াই এসব পণ্য বিক্রি করে, তাহলে প্রথমবার ৫০,০০০ টাকা জরিমানা এবং একই অপরাধ বারবার করলে জরিমানা দ্বিগুণ হবে। তাছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, এবং শিশু পার্কের সীমানায় ১০০ মিটারের মধ্যে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করা হবে। এছাড়া, ভ্রাম্যমাণ দোকান বা ফেরি করে সিগারেট বিক্রি নিষিদ্ধ হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী, এ ধারা লঙ্ঘন করলে শাস্তির সম্মুখীন হতে হবে। তামাকজাত দ্রব্যের সঙ্গে মিষ্টিজাত দ্রব্য বা মশলা ব্যবহার করলেও শাস্তির বিধান রয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন এ আইন তরুণদের মধ্যে ধূমপান কমাতে সাহায্য করবে এবং এর ফলে মৃত্যুহার কমার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রতি বছর ১.৬১ লাখ মানুষ তামাকের কারণে মৃত্যুবরণ করেন। তবে, তামাক কোম্পানিগুলো এই অধ্যাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা মনে করেন, আইন প্রণয়নে বাস্তবসম্মত চিন্তা করা হয়নি। তারা দাবি করছে যে, বাস্তবায়নযোগ্য কিছু ধারায় সমস্যা আছে।
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ এ ১২:২৬ PM