পটুয়াখালীতে মা ইলিশ শিকারে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অসাধু জেলেরা!
পটুয়াখালীর নদী বেষ্টিত দুমকি উপজেলার পায়রা ও লোহালিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে দিনের বেলায় মা ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানগুলোকে এড়িয়ে চলছে তারা। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ১২ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী অভিযানে ইউএনও শাহীন মাহমুদের নেতৃত্বে প্রশাসনের একাধিক টিম মোট ১ লাখ ৮২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। তবে এই অভিযানে একাধিক কারণে তেমন সফলতা আসছে না। জানা গেছে, রাতদিন প্রশাসনের নজর এড়িয়ে এলাকাবাসী ডিমওয়ালা ইলিশ শিকার করছেন। গত কয়েক দিন ধরে পায়রা ও লোহালিয়া নদীতে মা ইলিশের প্রাচুর্য বেড়ে গেছে। অভিযানের সময় জেলেরা আত্মগোপনে চলে যায়, ফলে অভিযানগুলো কার্যকর হচ্ছেনা। স্থানীয়রা অভিযোগ করছেন, মৎস্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের গোপন যোগাযোগের কারণে অভিযানে কার্যকরীতা নেই। এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত আছে, কিন্তু রাতের অন্ধকারে মাছ ধরার বিষয়টি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।”
প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ এ ১১:০৬ AM