ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

আবরার ফাহাদের হত্যার পর অবশেষে নিষিদ্ধ হলো ছাত্রলীগ!

২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগের হাতে। তার খুনের দায়ে অভিযুক্তদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অবশেষে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। তিনি ফেসবুকে প্রকাশিত প্রতিক্রিয়ায় লিখেছেন, "আলহামদুলিল্লাহ!" ২৩ অক্টোবর রাত ৮টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করে। আবরার ফাইয়াজ বলেছেন, “আবরার ফাহাদের মতো দিনের পর দিন ছাত্রলীগের হাতে খুন, নির্যাতনের শিকার হওয়া মানুষগুলো প্রথম প্রকৃত বিচার পেলো। শত শত নিরীহ শিক্ষার্থীর যে পরিমাণ অভিশাপ এত বছরে জমেছিল, তা বিফলে কিভাবে যাবে!” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, "বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, টেন্ডারবাজী, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা অপরাধে জড়িত ছিল।" এতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুলাই ২০২৪ তারিখ থেকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ জনগণকে সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তির জীবন বিপন্ন করেছে। সরকার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর আওতায় বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশে বিচারহীনতার যুগ শেষ হচ্ছে বলেই মনে করছেন অনেকেই।

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৪ এ ১০:৪২ AM

আজকের সর্বশেষ