ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় উথলী রেলওয়ে স্টেশনে মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে একটি তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। ডাউন সিগন্যাল পয়েন্টে পৌঁছানোর পরই সেটি লাইনচ্যুত হয়। ফলে চিত্রা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার জন্য রিলিফ ট্রেন পৌঁছানোর অপেক্ষা চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে। লাইনচ্যুত ট্যাংকারগুলোতে থাকা বিপুল পরিমাণ তেল পরিবহনে কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, “প্রাথমিকভাবে লাইনচ্যুতির কারণ হিসেবে রেললাইনের যান্ত্রিক ত্রুটি সন্দেহ করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।” এই দুর্ঘটনার কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। রেলপথ সচল না হওয়া পর্যন্ত যাত্রীরা অনিশ্চয়তায় রয়েছেন।

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ এ ৮:৩৩ AM

আজকের সর্বশেষ