রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল
বরিশালে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে নগরজুড়ে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শুরু হওয়া অবস্থান বিক্ষোভে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, "সম্প্রতি রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।" শিক্ষার্থীরা রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা আরও হুঁশিয়ারি দেন, "যদি দাবি মানা না হয়, তবে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।" বিক্ষোভ শেষে লাঠি হাতে মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে বরিশালের বিএম কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। এই আন্দোলন রাজনৈতিক সমীকরণে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে অনেকেই মনে করছেন।
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ এ ৬:২৯ PM