ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৫০ ক্যাডেট এসআইকে অব্যহতি

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআই-এর মধ্যে ২৫২ জনকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (২২ অক্টোবর) নিশ্চিত করেছেন এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান। তিনি জানান, ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল, যা ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলাভঙ্গের কারণে এসব ক্যাডেটদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এ নিয়ে পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা বলেন, “প্রক্রিয়া চলমান, এবং চাকরিচ্যুতদের চিঠি ইস্যু করা হচ্ছে।” পুলিশে এসআই পদে চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি কম্পিউটার চালনার দক্ষতার পরীক্ষা দিতে হয়। এসব ধাপ সফলভাবে পার হলে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হয়। এরপর নির্বাচিত প্রার্থীরা ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়, যা তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ এ ১২:৫৩ PM

আজকের সর্বশেষ