ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

চাঁদপুরের অভয়াশ্রমে ইলিশ ধরায় ৩৪ জেলের কারাদণ্ড, অভিযান অব্যাহত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশ ধরার অপরাধে ৩৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে ১৯ জেলেকে ১২ দিন এবং ১২ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৩ জেলেকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা এবং ৭ জন জেলেকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, রোববার (২০ অক্টোবর) বিকাল থেকে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর হরিনা, বহরিয়া, গাজীর টেক ও আনন্দ বাজার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করে। এ সময় জেলেদের হেফাজতে থাকা দুটি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা, ২৫ কেজি ইলিশ এবং ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। আটককৃত জেলেদের মধ্যে রয়েছেন মিলন শেখ (২৮), রফিক গাজী (৩৫), আল-আমিন মোল্লা (৩৬), সত্তর খাঁ (৪২), আবু তাহের পাটওয়ারী (৫৫) সহ আরো অনেকে। অপ্রাপ্তবয়স্ক ৭ জেলের মধ্যে রয়েছে মো. ফাহিম শেখ (১২), মো. হোসেন (১৪), মো. হাবিব (১২), মো. এমরান (১৫), মো. শাওন (১২), নাঈম গাজী (১৮), রাকিব হোসেন (২৩)। কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মৎস্য অধিদপ্তর চাঁদপুরের তিনটি হাই স্পিডবোটসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তা দলের অন্যান্য সদস্যরা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এই অভিযান সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ এ ১০:৩৯ AM

আজকের সর্বশেষ