ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

ডিমের বাজারে অস্থিরতা: যশোরে আফিল এগ্রোসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর অঞ্চলে ডিমের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সর্ববৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আফিল এগ্রোসহ আরও তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং টাস্কফোর্স। সোমবার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে যশোর শহরের বড়বাজার, চাঁচড়া চেকপোস্ট মোড়, ও আরবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণ পাওয়া যায়। দোকানিরা দাবি করেন, পাইকারি বাজারে বেশি দামে ডিম বিক্রি হওয়ায় তারাও নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। বড়বাজারের দুই পাইকারি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর চাঁচড়া চেকপোস্ট এলাকায় আফিল এগ্রোর বিপণন কেন্দ্রে অভিযান চালিয়ে দেখা যায়, উৎপাদক প্রতিষ্ঠানই খুচরা দামে ডিম বিক্রি করছে, যা বাজারে অস্থিরতার মূল কারণ হিসেবে ধরা হয়। এই অপরাধে আফিল এগ্রোকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে আরবপুরে চাঁদ এগ্রোর বিপণন কেন্দ্রে অভিযান চালিয়ে মনোপলি ব্যবসার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “যশোরের উৎপাদকরা নিজেরাই পাইকার ও খুচরা ব্যবসায়ীর ভূমিকা নিয়ে বাজার নিয়ন্ত্রণ করছিলেন। আমরা তাদের সতর্ক করেছি এবং উৎপাদকদের প্রতি ডিম ১০ টাকা ৩৮ পয়সা দামে বিক্রির নির্দেশনা দিয়েছি। যদি এই নির্দেশনা অমান্য করা হয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৪ এ ৯:১১ AM

আজকের সর্বশেষ