স্বাস্থ্যসেবা খাত সংস্কারের ১৩ দফা সুপারিশ নিয়ে এবি পার্টির উদ্যোগ
আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা স্বাস্থ্যসেবা উন্নয়নে ১৩ দফা সুপারিশ পেশ করেছেন, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি মেডিকেল কলেজে বেতন কাঠামো সংস্কার। রোববার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করে এবি পার্টির নেতারা স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে ১৩ দফা সুপারিশ তুলে ধরেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মজিবুর রহমান মঞ্জু, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া এবং ডা. সোনিয়া জেমিন প্রীতি। স্বাস্থ্য উপদেষ্টা সুপারিশগুলো মনোযোগ দিয়ে গ্রহণ করেন এবং স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় সংস্কার বিষয়ে মতামত দেন। নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগকে আরও সক্রিয় করার আহ্বান জানান, যাতে জনসাধারণের কাছে স্বাস্থ্য খাতের অগ্রগতি তুলে ধরা যায়। সুপারিশের মূল পয়েন্ট জাতীয় স্বাস্থ্য সার্ভিস কমিশন দ্রুত চালু করা এবং অংশীজনদের মতামত সংগ্রহ। স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন। জনস্বাস্থ্য ও প্রাইমারি হেলথ কেয়ার-এ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান। স্বাস্থ্যশিক্ষা ও গবেষণা আন্তর্জাতিক মানে উন্নীত করা। বেসরকারি মেডিকেল কলেজে বেতন কাঠামো আলাদাভাবে তৈরি। মানহীন মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া। ওষুধের দাম কমানো এবং জাতীয় ওষুধনীতি কঠোরভাবে প্রয়োগ। ৪২তম বিসিএস আবেদনকারীদের পদায়ন। রেমিট্যান্স যোদ্ধা ও শ্রমিকদের জন্য আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা। অন্যান্য প্রস্তাবনা: পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলোর সময়সীমা কমানো। দুর্নীতির পুনরুত্থান রোধ করা। রেফারেল সিস্টেম চালু করা।
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪ এ ৯:০৬ AM