ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, তাপমাত্রা বাড়বে সামান্য

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ইতোমধ্যেই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশে আংশিক মেঘের উপস্থিতি থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সোমবার সারাদেশে তাপমাত্রা আরো সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সারাদেশেই আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৪ এ ৪:২৩ PM

আজকের সর্বশেষ