সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও স্ত্রী দিলশাদের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আজ বৃহস্পতিবার সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন, কমিশনের উপপরিচালক মো. জাকারিয়া আদালতে আবেদন করেন, যাতে অভিযোগ করা হয় যে আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের মধ্যে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা এবং বাড়ি কেনার তথ্যও অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগ তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের কাজ চলছে, কিন্তু আজিজ আহমেদ ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশে যাওয়া বন্ধ করা জরুরি বলে আদালতকে জানানো হয়। আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। তিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তার ভাই হারিস ও জোসেফের নামে পাসপোর্ট পরিবর্তনের ঘটনায় আজিজের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ২৩ জুন সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন আজিজ আহমেদ। তবে অবসরের প্রায় তিন বছর পর, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ এ ৩:৫৭ PM