ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

বিমানবন্দরে ফেরত পাঠানো হল শমসের মবিন চৌধুরীকে

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী অভিযোগ করেছেন, তাকে বিদেশে যেতে না দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তার স্ত্রীকে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে দেয়া হয়নি, যদিও তাদের ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের। শমসের মবিন জানিয়েছেন, তার স্ত্রীর চিকিৎসার জন্য তারা থাইল্যান্ডের একটি হাসপাতালে ডাক্তারদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তাদের বিদেশে যেতে দেওয়া হয়নি। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বসে পাসপোর্টের ফটোকপি দেওয়ার পর আর কোন যোগাযোগ ছিল না। জানতে চাইলে, ইমিগ্রেশন অফিসার জানান, একটি গোয়েন্দা সংস্থা থেকে ছাড়পত্র পাওয়া গেলেও আরেকটি সংস্থার পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া যায়নি। তিনি আরো জানান, স্ত্রী একা যেতে চাইলে সমস্যা নেই, কিন্তু বিমানের দেরি না হওয়ায় তার স্ত্রী যেতে পারেননি। উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী ২০১৫ সালে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং বর্তমানে তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ এ ১১:৩৮ AM

আজকের সর্বশেষ