ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলো: দৈত্য দানব হয়ে উঠছে, দাবি নূর

গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর রাজনৈতিক দলগুলোর প্রতি সমালোচনা করে বলেন, “ক্ষমতায় গেলে তারা দৈত্য দানব হয়ে উঠছে।” বুধবার রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। নূর বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলো যেন জমিদার হয়ে না ওঠে। সংসদে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকতে হবে, যাতে জনগণের ভোট পেয়ে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিত্ব করতে পারে।” তিনি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্বের দাবি জানান, যেখানে কোন দল যদি ১% ভোট পায়, তবে তাদের ৩ জন সংসদ সদস্য থাকবে। তিনি আরো বলেন, “ছোট দলগুলো যেন সংসদে অংশগ্রহণ করতে পারে, যাতে একক দলের মাতব্বরি না থাকে। আমাদের দল এবং অন্যান্য দলগুলো এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে।” নূর বলেন, “গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে প্রতিকূল সময়ে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছি।” পথসভা শেষে, ভিপি নূর এবং অন্যান্য নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমনের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ এ ১০:২৯ AM

আজকের সর্বশেষ