ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল: "রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না, স্বাধীনভাবে মতামত প্রকাশ করুন"

সিরাজগঞ্জে এক মতবিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বাংলাদেশের নাগরিকদের স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের মতামত স্বাধীন।" শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত এ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো অতীতে বিভিন্নভাবে সাধারণ জনগণের সঙ্গে খেলেছে, যা এখন বন্ধ হওয়া উচিত। "আপনারা বিপন্ন বা অসহায় বোধ করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, আমরা তা করব," বলেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "এই আন্দোলন কোনো নির্দিষ্ট ধর্মের ছিল না; এতে সব ধর্মের মানুষ অংশ নিয়েছিলেন। আমাদের দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই একসঙ্গে থাকি।" সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেনসহ আরও অনেকে। ড. নজরুল এর আগে জেলার শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি এবং তাড়াশ উপজেলার চলনবিল ঘুরে দেখেন।

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ এ ৮:০১ PM

আজকের সর্বশেষ