ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

হয়রানীমূলক বদলির প্রতিবাদে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ কর্মকর্তাদের মানববন্ধনে হামলা, জিএম ইছাহাক আলীর অপসারণের দাবি

বুধবার যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। এই মানববন্ধন কর্মসূচি ছিল পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদে হয়রানীমূলক বদলি এবং সিনিয়র জিএম ইছাহাক আলীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে। অভিযোগ উঠেছে যে, জিএম ইছাহাক আলীর নির্দেশে বহিরাগত সন্ত্রাসীরা সমিতির কর্মচারীদের ওপর হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনায় জুনিয়র ইঞ্জিনিয়ার মো. শাহানুর হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা ইছাহাক আলীর অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা আরো অভিযোগ করেন, ইছাহাক আলী দীর্ঘদিন ধরেই সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুর্ব্যবহার করে আসছেন এবং নারী কর্মীদের প্রতি অশ্লীল ভাষায় গালিগালাজ ও যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধ করেছেন। মানববন্ধনে দাবি করা হয়, এই হামলার মূলে আছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তীসহ আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা। যদি ইছাহাক আলীসহ অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির আওতায় না আনা হয়, তবে দেশের অন্যান্য পল্লী বিদ্যুৎ সমিতিতেও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ এ ৭:৩৩ PM

আজকের সর্বশেষ