ফুলপুরে ভয়াবহ বন্যায় শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন জামাই
ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামে ভয়াবহ বন্যার পানিতে ভেসে গেলেন তৌহিদুল ইসলাম উজ্জল (৩৫)। তিনি তার শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে পানির স্রোতের কবলে পড়ে প্রাণ হারান। রোববার এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। উজ্জল, যিনি পাশের নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর ছেলে, তার শাশুড়িকে বন্যায় প্লাবিত চিকনা গ্রাম থেকে নিয়ে আসার চেষ্টা করছিলেন। হাটপাগলা এলাকায় পৌঁছানোর পর, রাস্তার ওপর পানির প্রবাহে তার শাশুড়ি ভেসে যাওয়ার উপক্রম হলে, উজ্জল তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। দুর্ভাগ্যবশত, স্রোতের তীব্রতা তাকে টেনে নিয়ে যায়। স্থানীয় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ৮ ঘণ্টারও বেশি সময় ধরে তার লাশের সন্ধান চালায়। শেষ পর্যন্ত, ভাটিতে উজ্জলের লাশ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই মর্মান্তিক ঘটনার মাধ্যমে এলাকার মানুষদের মধ্যে বন্যার ভয়াবহতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। সঠিক প্রস্তুতির অভাব এবং স্রোতের তীব্রতা একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে উদ্ধারকারী দলের অবদান প্রশংসনীয়, তবে এটি দেখায় যে আমরা আরও সুরক্ষিত এবং প্রস্তুত থাকতে হবে।
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪ এ ১১:০৮ AM