ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স) নিয়ে কটুক্তির বিরুদ্ধে বাঁশখালীতে প্রতিবাদ সমাবেশ
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) কে নিয়ে কটুক্তি এবং বিভিন্ন মাজার ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফির সঞ্চালনায় সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরীসহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে সারাদেশে হামলার ঘটনাগুলো ঘটছে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে প্রস্তুত।” সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা উপজেলা সদর প্রদক্ষিণ করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়। বক্তারা ভারতে মহানবী (স) কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান এবং ধর্মপ্রাণ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই থেমে যাবে না।”
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ এ ৪:৩৪ PM