ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

যশোরে গরমের অবসান, বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ও ভোগান্তি

স্টাফ রিপোর্টার ॥ ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের মধ্যে বৃহস্পতিবার থেকে যশোরাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা অবধি ভারী বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে ভ্যাপসা গরমের মধ্যে এ বৃষ্টি শহরবাসীকে দিয়েছে স্বস্তি। যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যশোরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ মিলিমিটার। এটি একেবারেই স্বাভাবিক। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় এ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস জানায়। এটি আজ শনিবারও বলবৎ থাকবে বলে জানানো হয়। বৃষ্টি যেই পরিমাণই হোক না কেনো এর জন্য পথচলা মানুষকে দুর্ভোগে পড়তে হয়। যশোর শহরের নতুন উপশহর এলাকার এফ ব্লকের বাসিন্দা রজিবুল ইসলাম বলেন, “গত কয়েক দিন যে অতিমাত্রার গরম ছিলো তা এই বৃষ্টিতে অবসান হয়েছে। তবে রাস্তায় চলাচলে কিছুটা কষ্ট বেড়েছে।” তিনি বলেন, “সামান্য বৃষ্টি হলেই যশোর শহরের রাস্তাঘাটে পানি জমে যায়। এতে পথ দিয়ে হাটা খুব কষ্টদায়ক হয়। তারপরও কষ্ট করে বাইরে বেরুতে হচ্ছে।” শামীম আকতার নামে আরেক পথচারী বলেন, “বৃষ্টি হয়ে অনেক প্রশান্তির। তবে যশোর শহরের রাস্তার যে অবস্থা তাতে স্বস্তির এই বৃষ্টি অস্বস্তিতে রূপ নিয়েছে।” শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেও শহরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে এ বৃষ্টিকে আর্শীবাদ বলা হচ্ছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার বলেন, “যশোরে ১ লাখ ৪০ হাজার হেক্টর আমন আবাদ রয়েছে। এসব ক্ষেতের অধিকাংশ ধানের শীষ গজাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি হওয়ায় ধানের খুব উপকার হচ্ছে। তবে বৃষ্টিতে সবজির তেমন ক্ষতি না হলেও আগাম শীতকালীন সবজি চাষ কিছুটা পিছিয়ে যাচ্ছে।”

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ এ ১১:১৯ AM

আজকের সর্বশেষ