ঢাকা | সোমবার, ২৩রা ডিসেম্বর ২০২৪

দার্শনিক ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত শুক্রবার বিকেলে হাসপাতালটির পরিচালক ডা. শফিউর রহমান জানান, ফরহাদ মজহার কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁকে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাঁর অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকা প্রয়োজন। পরিবারিক সূত্র জানায়, ফরহাদ মজহার কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শুক্রবার দুপুরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে। ফরহাদ মজহার বাংলাদেশের সাহিত্য ও দর্শনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। তাঁর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন মহল থেকে সুস্থতা কামনা করা হচ্ছে। চিকিৎসকরা জানান, তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা এবং বিশ্রাম গুরুত্বপূর্ণ।

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ এ ১০:১৫ PM

আজকের সর্বশেষ